Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ার কোচ হলেন ডাচ কিংবদন্তি ক্লুইভার্ট

স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ২১:২১

ইন্দোনেশিয়ার কোচ হলেন ক্লুইভার্ট

জাতীয় দল ও ক্লাবের হয়ে বর্ণাঢ্য এক ক্যারিয়ার তার। নেদারল্যান্ডস কিংবদন্তি প্যাট্রিক ক্লুইভার্টকেই এবার নিজেদের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্দোনেশিয়া। আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ক্লুইভার্টকে কোচের দায়িত্ব দিয়েছে এশিয়ার দেশটি।

গত সোমবার ইন্দোনেশিয়ার কোচ তাই ইয়ংকে বরখাস্ত করে দেশটির ফুটবল ফেডারেশন। দুদিন পরেই নিয়োগ দেওয়া হয়েছে ৪৮ বছর বয়সী ক্লুইভার্টকে। আগামী দুই বছরের জন্য চুক্তি করা হয়েছে। চুক্তিতে রাখা হয়েছে মেয়াদ বাড়ানোর সুযোগও। আগামী ১২ জানুয়ারি জাকার্তায় আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেবে ইন্দোনেশিয়ান ফুটবল ফেডারেশন।

বিজ্ঞাপন

ফুটবল ক্যারিয়ারে নেদারল্যান্ডস, বার্সেলোনা, আয়াক্সের হয়ে মাঠ মাতিয়েছেন ক্লুইভার্ট। ডাচদের হয়ে ৪০ গোল করে একটা সময় তিনিই ছিলেন দেশটির সর্বোচ গোলদাতা। ২০০৮ সালে অবসরের পর কোচিংয়ের সাথে যুক্ত হন তিনি। তুরস্কের ক্লাব আদানা দেমিরস্পোর ও কুরাসাও জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও পিএসজির ক্রীড়া পরিচালক, নেদারল্যান্ডস ও ক্যামেরুনের সহকারী কোচ হিসেবেই দায়িত্ব পালন করেছেন তিনি, ছিলেন আয়াক্সের যুব দলের প্রধান কোচও।

ডাচ উপনিবেশ আমলে ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ নামে ১৯৩৮ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল ইন্দোনেশিয়া। স্বাধীনতা লাভের পর আর কখনোই এই মঞ্চে যাওয়া হয়নি ইন্দোনেশিয়ার। ফিফা র‍্যাংকিংয়ের ১২৭ নম্বরে থাকা দলটি এশিয়ান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ৬ ম্যাচে ১ জয়, ২ হার ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর তৃতীয় স্থানে আছে। গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। গ্রুপে তৃতীয় অথবা চতুর্থ হতে পারলেও প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে ইন্দোনেশিয়ার।

বিজ্ঞাপন

আগামী ২০ মার্চ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে ক্লুইভার্টের ইন্দোনেশিয়া মিশন।

সারাবাংলা/এফএম

ইন্দোনেশিয়া প্যাট্রিক ক্লুইভার্ট