Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অস্ত্রসহ ‘কিশোর গ্যাংয়ের’ ৩ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ২২:৪৫ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ২৩:০৯

কিশোর গ্যাংয়ে’র তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে

খুলনা: খুলনা মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ‘কিশোর গ্যাংয়ে’র তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর বাগমারা ব্যাংকাস দুই নম্বর গলি থেকে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— যশোরের কেশবপুর উপজেলার কাঁঠালতলা গ্রামের সাফিন দফাদারের ছেলে সজল দফাদার, সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া মেইনরোড এলাকার জনি হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার ও বাগমারা ব্যাংকার্স গলির মো. সেলিম শেখের ছেলে আকাশ শেখ।

বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. কুতুব উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ভোররাতে নগরীর বাগমারা এলাকার ব্যাংকার্স গলিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা সকলে কিশোর গ্যাংয়ের সদস্য।

তিনি আরও বলেন, তাদের কাছে থাকা বাটযুক্ত একটি ধারলো ছুরি, ডবল সুইচ গিয়ার ছুরি এবং লাল টেপ দিয়ে মোড়ানো একটি রড উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এইচআই

কিশোর গ্যাং খুলনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর