Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ম্যাচ পর হারল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

টটেনহামের কাছে হেরে জয়যাত্রা থামল লিভারপুলের

সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ২৪ ম্যাচ জিতে উড়ছিলেন তারা। লিভারপুলের সেই অবিশ্বাস্য জয়যাত্রা থামিয়ে দিল টটেনহাম। কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামের কাছে অন্তিম মুহূর্তে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে ফাইনালের ওঠার স্বপ্নে ধাক্কা খেল লিভারপুল।

টটেনহামের মাঠে শুরু থেকেই দুই দলের আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে অনেক চেষ্টার পরেও এগিয়ে যেতে পারেনি কেউই। প্রথমার্ধ তাই শেষ হয়েছে গোলশূন্যভাবেই।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন টটেনহামের পেদ্রো পোলো। দারুণ এক আক্রমণে গোলও পেয়েছিলেন ডমিনিক সোলাংকি। তবে অফসাইডের কারণে বাতিল হয় তার গোল। গোলের সুযোগ পেয়েছিল লিভারপুলও। আলেকজান্ডার আর্নল্ডের শট গোললাইন থেকে ক্লিয়ার করেন স্পার্স কিপার ড্রাগুসিন।

ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দারুণ এক গোলে লিভারপুলকে হতাশায় ডোবান লুকাস বারভাল। সোলাংকির বাড়ানো বলে ৮৬ মিনিটে গোল করেন ১৮ বছর বয়সী বারভাল। তবে তার গোলেও ছিল বিতর্ক। বল পাওয়ার আগে লিভারপুলের সিমিকাসকে ফাউল করলেও সেটা নজরে আসেনি রেফারি অ্যাটওয়েলের। গোলের পর তাই রেফারিদের সাথে বেশ কিছুক্ষণ তর্ক করেছেন লিভারপুল কোচ স্লট।

শেষ পর্যন্ত বারভালের ওই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে টটেনহাম। ৭ ফেব্রুয়ারি অ্যানফিল্ডে সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হবে লিভারপুল-টটেনহাম।

সারাবাংলা/এফএম

টটেনহাম লিগ কাপ লিভারপুল

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর