অলমো-ভিক্টরকে খেলানোর অনুমতি পেল বার্সা
৯ জানুয়ারি ২০২৫ ১১:১০
তাদের দুজনের নিবন্ধন নিয়ে গত কয়েক সপ্তাহে বেশ ভুগেছে বার্সেলোনা। দানি অলমো ও পাউ ভিক্টর এই মৌসুমে আর ক্লাবের হয়ে মাঠে নামতে পারবেন কিনা, সেটা নিয়েই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত তার নিবন্ধন নিয়ে ধোঁয়াশা কেটেছে। অলমো ও পাউ ভিক্টরকে সাময়িকভাবে নিবন্ধন করার অনুমতি দিয়েছে স্পেনের স্পোর্টস কাউন্সিল। এতে বার্সার হয়ে মাঠে নামতে আর কোনো বাধা থাকল না এই দুই ফুটবলারের।
গত বছরের শেষভাগে অলমো-ভিক্টরের নিবন্ধন নিয়ে বেশ দৌড়ঝাঁপ করেছে বার্সা। তবে দুইবার চেষ্টা করলেও এই দুই ফুটবলারের নিবন্ধন আবেদন খারিজ করে দেয় স্পেনের আদালত। লা লিগা কর্তৃপক্ষও বার্সাকে সাহায্য করতে পারেনি। এতে মৌসুমের দ্বিতীয়ভাগে অলমো-ভিক্টরের খেলা অনিশ্চিত হয়ে পড়ে।
নিবন্ধন না থাকায় সুপার কাপের সেমির স্কোয়াডের রাখা হয়নি অলমো-ভিক্টরকে। সুপার কাপের সেমিতে বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার আগেই সুসংবাদটা পেয়েছিল বার্সা। স্পেনের স্পোর্টস কাউন্সিল সাময়িকভাবে দুই ফুটবলারকে নিবন্ধনের অনুমতি দিয়েছে। পরের ম্যাচ থেকেই তাই মাঠে নামতে পারবেন তারা।
অলমো-ভিক্টরকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত বার্সা কোচ হ্যান্সি ফ্লিক, ‘আমি তাদের দুজনের জন্য দারুণ খুশি। পুরো দল তাদের ফিরে পেয়ে আনন্দিত। তারা দুজনও অনেক খুশি। সেমিতে মাঠে নামার আগে এই সংবাদটা পেয়ে দলের মাঝে উচ্ছ্বাস কাজ করেছে। সবাই তাদের দলে চায়। আশা করি সামনের ম্যাচ থেকেই তারা মাঠে ফিরবেন।’
সারাবাংলা/এফএম