আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত আদালতে বিচারকাজ চালানো অনুপযোগী
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩২ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৭:২০
ঢাকা: রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন । তিনি বলেন, পরবর্তী দিন ও স্থান পরে জানানো হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল আজ। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না।
এদিকে আগুনের ঘটনা জানাজানি হওয়ার পর আলিয়া মাদরাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেনরাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন।
মো. বোরহান উদ্দিন বলেন, এখানে আজকে আদালতের কার্যক্রম পরিচালনা করার মতো পরিবেশ নেই। সঙ্গত কারণে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের দুই আইনজীবী পক্ষকে ডেকে বিচারক নির্দেশনা দিয়েছেন আজকের মতো আদালতে কার্যক্রম মুলতবি।
তিনি আরও বলেন, আগামীতে এখানে আদৌ আদালত বসবে কি না সে সিদ্ধান্ত পরে হবে। তাই আমরা উভয় পক্ষের আইনজীবীরা এখান থেকে চলে যাচ্ছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে শুনানি কার্যক্রমে আমরা অংশ নেব।
সারাবাংলা/ইউজে/ইআ