Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশালে মোটরসাইকেল চালক হত্যা মামলায় ৩ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩৮

হত্যা মামলায় গ্রেফতারকৃত তিন আসামি। ছবি: সারাবাংলা।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেল চালক জুবায়েদ আহমেদ হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই। তারা আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নগরীর পিবিআই কার্যালয়ে পুলিশ সুপার রকিবুল আক্তার বিফ্রিং এর মাধ্যমে এ তথ্য জানান। এর আগে বুধবার জামালপুর জেলার বকশীগঞ্জের বাট্টাজোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-নাজমুল ইসলাম, আবুল কাশেম সোনা মিয়া ও আব্দুল আজিজ আনিছ।

পুলিশ সুপার জানান, গত ৩০ ডিসেম্বর ত্রিশালের বৈলর কামারপাড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পিবিআই। ডিজিটাল ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নিহত জুবায়েদ আহমেদ নেত্রকোনার মোহনগঞ্জের সামাদ তালুকদারের ছেলে।

সারাবাংলা/এসআর

৩ জন গ্রেফতার ত্রিশাল ময়মনসিংহ হত্যা মামলা

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আহসান মঞ্জিলে সুফি ফেস্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫০

আরো

সম্পর্কিত খবর