Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাহী প্রকৌশলীকে ‘বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের’ হুঁশিয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৭:৪০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৯:০৬

যশোরে সড়ক সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বিক্ষোভ ও মানবনন্ধন। ছবি: সারাবাংলা।

যশোর: যশোরে মহাসড়ক সংস্কারের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন’ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। এ সময় নির্বাহী প্রকৌশলীকে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন যশোর জেলা শাখা সড়ক ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন জেলা শাখার সমন্বয়ক মো. রাশেদ খান।

আন্দোলনকারীরা সড়ক ভবনের সামনে বিক্ষোভ শেষে মানববন্ধন করেন; ভবনের প্রধান ফটক বন্ধ করে সেখানে পোস্টার লাগিয়ে অনিয়মের বিরুদ্ধে স্লোগান দেন।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে যশোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিদায় নিতে হবে।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন, বিপ্লবী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মুর্শিদ ও নেত্রী জান্নাতুল ফোয়ার অন্তরা প্রমুখ।

পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া। তাকে আন্দোলনকারীরা বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন করলে তিনি বিব্রত হন।

সারাবাংলা/এসআর

নির্বাহী প্রকৌশলীকে হুঁশিয়ারি বিক্ষোভ সমাবেশ মহাসড়ক সংস্কারের দাবি মানববন্ধন যশোর হুশিয়ারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর