Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিডিআর সদস্যদের পক্ষে রাজপথে নামবে ইসলামী আন্দোলন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৯:৪০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৯:৫৯

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহিদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ – ছবি : সারাবাংলা

ঢাকা: বিডিআর সদস্যদের দাবি পূরণ না করলে তাদের পক্ষে রাজপথে নামার হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে তিনি এমন হুমকি দেন।

আশরাফ আলী আকন বলেন, ‘‘পিলখানায় নিহত বিডিআর সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ, দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল, পিলখানা হত্যা মামলা পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করাসহ বিডিআর সদস্যদের যাবতীয় দাবি পূরণে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে ইসলামী আন্দোলন বিডিআর সদস্যদের পক্ষে রাজপথে নামতে বাধ্য হবে।’’

তিনি বলেন, ‘‘অতীতে ভারতের দালাল সরকার সেনাবাহিনী এবং বিডিআরকে দুর্বল করতে চেয়েছে। পিলখানায় কথিত বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা এবং বিডিআরের মতো একটি সুশৃঙ্খল ও সাহসী বাহিনীকে বিপর্যস্ত করা ছিল দেশবিরোধী ষড়যন্ত্র। বিডিআর সদস্যরা সেই ষড়যন্ত্রের শিকার। বিডিআর সদস্যদের ওপরে যে জুলুম চলছে, তা অতি দ্রুত বন্ধ করতে হবে।’’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কেএম বিল্লাল প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস

অধ্যাপক আশরাফ আলী আকন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিডিআর বিদ্রোহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর