সৌদি আরবে ভারী বৃষ্টিপাত, সতর্কতা জারি
১১ জানুয়ারি ২০২৫ ১৩:৪৪ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৬:১১
সৌদি আরবের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী ঝড়ো হাওয়া সহ জটিল আবহাওয়া পরিস্থিতি চলমান। শুক্রবার (১০ জানুয়ারি) আরব আমিরাত ভিত্তিক সংবাদপত্র ‘গালফ নিউজ’-এ এমন তথ্য প্রচারিত হয়েছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, ‘শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু করে আগামী রবিবার (১২ জানুয়ারি) পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী ঝড়ো হাওয়ার পরিস্থিতি চলমান থাকবে।’
আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতে ভারী বর্ষণ, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বাতাস, প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি এবং উপকূলীয় এলাকায় উচ্চ ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে দেশটির আবহাওয়ার খবরে।
তাবুক, নর্দান বর্ডারস, আল জউফ, মদিনা, মক্কা, হাইল, আল কাসিম, রিয়াদ, ইস্টার্ন প্রদেশ, আল বাহা, আসির এবং জাজান অঞ্চলগুলো এই ভারী বৃষ্টিপাতের ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, আল জউফ, নর্দান বর্ডারস ও হাইল অঞ্চলে শনিবার (১১ জানুয়ারি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রিয়াদ এবং আল বাহা অঞ্চলে শুক্রবার (১০ জানুয়ারি) থেকে রবিবার (১২ জানুয়ারি) পর্যন্ত আবহাওয়া প্রতিকূল থাকবে। ইস্টার্ন প্রদেশ, আসির এবং জাজান অঞ্চলে শনিবার (১১ জানুয়ারি) থেকে রবিবার (১২ জানুয়ারি) পর্যন্ত বৃষ্টি হবে।
এনসিএম জনগণকে তাদের ওয়েবসাইট, ‘আনওয়া’ অ্যাপ্লিকেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সর্বশেষ আবহাওয়ার তথ্য জানার জন্য অনুরোধ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।
প্রসঙ্গত, সৌদি আরবে এই মৌসুমে ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝড়ো হাওয়া সাধারণ ঘটনা। এতে মাঝে মাঝে স্থানীয়ভাবে বন্যা ও কিছু অঞ্চলের জনজীবনে বিঘ্ন সৃষ্টি হয়।
সারাবাংলা/এনজে