ছবিতে ভয়াবহ দাবানল
পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পুড়ছে প্রাণ-প্রকৃতি
সারাবাংলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ০০:০৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১১:৩৬
১২ জানুয়ারি ২০২৫ ০০:০৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১১:৩৬
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে ১ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দমকলকর্মীরা এখনো আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। টানা পাঁচ দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময়ে বিভিন্ন ফটোগ্রাফারের তোলা ছবিতে দাবানলের ভয়াবহ রূপ সারা বিশ্ব দেখেছে। সারাবাংলার আজকের আয়োজনে সংগৃহীত সে সব ছবিই তুলে ধরা হয়েছে।
সারাবাংলা/এইচআই/পিটিএম