ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা।