Friday 14 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর মাইজদীতে আগুনে পুড়ল ১২ দোকান

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১০:৫৭ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৮:১৫

আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। ছবি: সারাবাংলা

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। তবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক অগ্নিকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের প্রধান সড়কের গণপূর্ত অফিসের বিপরীতে পাশের কয়েকটি মার্কেট ও হকার্স মার্কেটের দক্ষিণ পাশে এ অগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ করা এখনো সম্ভব হয়নি। ছবি: সারাবাংলা

স্থানীয়রা জানায়, শনিবার রাতে সবাই দোকান বন্ধ করে চলে যাওয়ার আধাঘন্টা পর হঠাৎ হকার্স মার্কেট সংলগ্ন নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভস, সেনাবাহিনী ও পুলিশ কাজ করে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সোয়া ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

সারাবাংলা/এমপি

আগুন আগুনে ক্ষতিগ্রস্ত দোকান নোয়াখালী

বিজ্ঞাপন

ভালোবাসা ছড়িয়ে গেল সবখানে
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১০

আরো

সম্পর্কিত খবর