Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণ রোধে টাস্কফোর্স গঠন ও নাগরিকদের করণীয় বিষয়ে আলোকপাত বিশেষজ্ঞদের

ঢাবি করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ২২:৪৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২২:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বায়ুর গুণগতমান বিষয়ক’ সেমিনার

ঢাকা: বায়ুদূষণ রোধে টাস্কফোর্স গঠনের পরিকল্পনা, টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানসহ বায়ুর গুণগত মান রক্ষায় নাগরিকদের করণীয় বিষয়গুলোতে আলোকপাত করেছেন বিশেষজ্ঞরা।

রোববার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ‘বায়ুর গুণগতমান বিষয়ক’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞারা এসব বিষয়ে আলোকপাত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে বায়ুর গুণমানবিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া, ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেমস জে. শাওয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা অ্যামি ক্যাস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকার বায়ুদূষণের প্রভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বায়ুদূষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।’

তিনি বলেন, ‘বায়ুদূষণ রোধে ঢাকার সড়কগুলোর ডিভাইডারে শিগগিরই বৃক্ষরোপণ ও সবুজায়ন করা হবে। এছাড়া, টাস্ক ফোর্স গঠন এবং টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’ বায়ুদূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ‘পরিবেশ, মানবস্বাস্থ্য ও অর্থনীতির ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব দিন দিন বেড়ে চলেছে। এর প্রভাবে নানাবিধ মারাত্মক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। অকালমৃত্যু ও শিশুমৃত্যুর হার বাড়ছে। মানুষের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা কমে যাচ্ছে। বায়ুদূষণ রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেনজামিন দে ফয় কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জিলিয়াম বামগার্টনার ও মার্থা লি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শহীদ উজ-জামান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদুল কাইউম, ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রভাষক সামিহা নাহিয়ান এবং পরিবেশ অধিদফতরের বায়ুমান ব্যবস্থাপনা শাখার পরিচালক মো. জিয়াউল হক ঢাকা শহরের বায়ুর গুণগতমান ও বায়ুদূষণ বিষয়ক পৃথক পৃথক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

সারাবাংলা/এআইএন/পিটিএম

টাস্কফোর্স গঠন পরিকল্পনা বায়ুদূষণ রোধ

বিজ্ঞাপন

সাবেক এমপি আব্দুল মজিদ গ্রেফতার
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর