‘দলীয়করণের কারণে মাঠের ক্রীড়া সংগঠকরা হারিয়ে গেছে’
১৩ জানুয়ারি ২০২৫ ০২:৩১
ঢাকা: আওয়ামী লীগের আমলে দলীয়করণের কারণে মাঠের ক্রীড়া সংগঠকরা হারিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
রোববার (১২ জানুয়ারি) রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)-এর টেনিস কোর্টে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছরে ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে। ফলে ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে। ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, ব্যাডমিন্টনসহ সবকিছু আওয়ামী সরকার এমনভাবে দলীয়করণ করেছে যে, বাংলাদেশে যারা মাঠের ক্রীড়া সংগঠক তারা হারিয়ে গেছে। দুর্নীতির কারণে বাংলাদেশ ক্রীড়াঙ্গন অনেকটাই তলানিতে চলে গেছে।’
তিনি বলেন, ‘জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মহল্লা, ওয়ার্ড, থানা ও উপজেলা পর্যায়ের সব খেলার মাঠ সংস্কার করা হবে। মাঠগুলো খেলার উপযোগী করে গড়ে তোলা হবে; যাতে বাবা-মা তাদের ছেলে-মেয়েকে নিয়ে খেলা-ধুলার জন্য মাঠে যেতে পারে।’
আমিনুল হক বলেন, ‘আমাদের যুবসমাজ মাদকাসক্তের দিকে ঝুঁকে পড়েছে। পরিকল্পিতভাবে যুবসমাজকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে একটি সুস্থ, সুন্দর সমাজ বিনির্মাণে খেলা হবে অন্যতম একটি মাধ্যম। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য খেলাধুলা হবে প্রধান মাধ্যম।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার জন্য তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। এরই মধ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি। জিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়েছে। এরপরে বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। খেলার কোনো বয়স নাই। শারীরিক ও মানসিক সুস্থ থাকার জন্য খেলার প্রয়োজন। আমরা চাই, বাংলাদেশের আনাচে-কানাচে খেলার মাঠ হোক।’
আমিনুল হক বলেন, ‘যখন কেউ ক্ষমতায় আসে তখন তারা স্থাপনা তৈরি করতে চায়। কিন্তু বিএনপি হবে এর সম্পূর্ণ ব্যতিক্রম। বিএনপি ক্ষমতায় আসলে দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে। তাদেরকে ভালো রাখতে, সুস্থ রাখতে কাজ করবে। প্রতিটি বাবা-মা তার সন্তানেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে এটা চায়। কিন্তু খেলোয়াড় হবে এটা কেউ চায় না। আমরা সেই জায়গাটি তৈরি করতে চাই। যাতে বাবা-মা তার সন্তান খেলোয়াড় হোক এটা চাইবে। প্রতিটি খেলাকে বাধ্যতামূলক করা হবে।’
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির মোস্তফা খান, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার নির্বাহী ভাইস চেয়ারম্যান প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম