Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার প্রমাণ করার কিছু নেই: লিটন

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫ ০৯:৫২

রেকর্ড গড়া সেঞ্চুরিতে ম্যাচ সেরা লিটন

দুপুরেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি তার। সেই লিটন দাসই রাতে বিপিএলে করলেন অবিশ্বাস্য এক সেঞ্চুরি। রেকর্ডের ছড়াছড়ি হওয়া ম্যাচে লিটন ও তানজিদ তামিমের জোড়া সেঞ্চুরিতে বিশাল জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচসেরা হওয়ার পর লিটন বলছেন, নিজেকে প্রমাণ করার কিছু নেই তার।

ব্যাট হাতে গত কয়েক মাসে লিটনের সময়টা ভালো যাচ্ছে না। সব ফরম্যাটেই ব্যর্থ লিটন তাই জায়গা করে নিতে পারেননি চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে। দুপুরে দল থেকে বাদ পড়া লিটন রাতেই দেখিয়েছেন নিজের ব্যাটের জাদু। রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে জানান দেন, এখনো ফুরিয়ে যাননি তিনি।

বিজ্ঞাপন

দুর্দান্ত সেই ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে লিটনের হাতে। সংবাদ সম্মলনে লিটন বলছেন, নিজেকে প্রমাণ করার কিছু নেই তার, ‘আসলে প্রমাণ করার কিছু নেই। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। নিজের খেলাটা কীভাবে উন্নত করা যায় এটাই চাই। গত কিছু দিন ভালো যাচ্ছি না। চেষ্টা থাকবে ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি। মাঠ আসলে ব্যাপার না। যেদিন যে বল ভালো আসবে, ভালো ফিল করবে সে সব জায়গায় ভালো করতে পারবে।’

সংবাদ সম্মেলনে অনুমেয়ভাবেই উঠে এল চ্যাম্পিয়নস ট্রফি থেকে তার বাদ পড়ার প্রসঙ্গটা। লিটন বলছেন, দলে থাকা না থাকাটা তার হাতে নেই বলেই এটা নিয়ে ভাবেন না তিনি, ‘চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারটা আসলে আমার হাতে নেই। এটা নির্বাচকদের কাজ। কাকে খেলাবে কাকে খেলাবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমার কাজ হচ্ছে পারফর্ম করা। এটা অনেকদিন ধরে করতে পারছিলাম না, এই আফসোসটা ছিল। আজকের দিন এরই মাঝে অতীত, আজ হয়তো ভালো করেছি, পরের ম্যাচে হয়তো শূন্য থেকে শুরু করতে হবে। পরিশ্রম করব, দেখা যাক কী হয়!’

জাতীয় দলে না থাকার ব্যাপারটা মেনে নিয়েছেন লিটন, ‘কী কারণে আমাকে দলে রাখা হয়নি সেটা তো বলেই দেওয়া হয়েছে। পারফরম্যান্স ভালো ছিল না আমার। বাংলাদেশের সবাই আঁচ করতে পেরেছে আমি বাদ পড়তে যাচ্ছি। দলে থাকলে কী হতো সেটা বলা মুশকিল। আমার সব ফোকাস এখন বিপিএলে। এখানে কীভাবে ভালো করা যায় সেই চেষ্টাই করছি।’

সারাবাংলা/এফএম

বিপিএল ২০২৫ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর