Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শক্তিশালী স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকা


১৩ জানুয়ারি ২০২৫ ১৩:৫৯

অভিজ্ঞ স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

গত টি-২০ বিশ্বকাপে ফাইনালে উঠেও অল্পের জন্য শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। আইসিসি টুর্নামেন্টে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে এবার চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা। টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন নরকিয়া-এনগিদির মতো অভিজ্ঞ পেসাররা।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন এনরিখ নরকিয়া। চ্যাম্পিয়নস ট্রফির মাধ্যমেই জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। ২০২৪ সালের শেষভাগে এসে ইনজুরিতে পড়েছিলেন লুঙ্গি এনগিদিও। তিনিও পুরোপুরি ফিট হওয়ায় জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। বোলিংয়ে তাদের সঙ্গ দেবেন কাগিসো রাবাদা, তাবারিজ শামসি, কেশভ মহারাজরা।

বিজ্ঞাপন

প্রোটিয়া স্কোয়াডে আছে বেশ কিছু নতুন মুখ। প্রথমবারের মতো ৫০ ওভারের আইসিসি ইভেন্টে খেলতে যাচ্ছেন টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও উইয়ান মাল্ডার।

দক্ষিণ আফ্রিকার হেড কোচ রব ওয়াল্টার বলছেন, অভিজ্ঞতাই তাদের স্কোয়াডের মূল শক্তি, ‘এই স্কোয়াডে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন। এমন টুর্নামেন্টে অভিজ্ঞতা অনেক কাজে দেবে। তারুণ্য ও অভিজ্ঞতা মিলিয়ে আমাদের স্কোয়াডটা দুর্দান্ত। আমরা ২০২৩ বিশ্বকাপের স্কোয়াড থেকে ১০ জনকে নিয়েছি। সাম্প্রতিক সময়ে আইসিসির টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স প্রমাণ করে আমরা অনেকদূর পৌঁছাতে পারব। এই টুর্নামেন্টেও আমাদের এটাই লক্ষ্য।’

আগামী ২১ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২৫ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রোটিয়ারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড- টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনদ্গিদি, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবারিজ শামসি, ট্রিস্টান স্টাবস, রুসি ভ্যান ডার ডুসেন।

চ্যাম্পিয়নস ট্রফি দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর