Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে ১ নারী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৫:২৭

বান্দরবান সদর হাসপাতাল

বান্দরবান: বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিমাগ্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ঐ নারীর নাম উমে প্রু মারমা (৩৪)। তার স্বামীর নাম রুমেল তঞ্চঙ্গ্যা। গুরুতর আহত ওই নারীকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্বৃত্তদের গুলিতে আহত নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

স্থানীয় ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা ও রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শুভ্র মুকুল চৌধুরী জানিয়েছেন, ছেলেকে আনার জন্য রবিবার (১২ জানুয়ারি) বান্দরবান শহর থেকে উমে প্রু মারমা হিমাগ্রীপাড়ায় যান গিয়ে সেখানে একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করেন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে পারিবারিক দ্বন্দের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

সারাবাংলা/এনজে

গুলি দুর্বৃত্ত নারী বান্দরবান

বিজ্ঞাপন

জবি ছাত্রদলের ২ নেতাকে শোকজ
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৩

সংস্কার শেষে নির্বাচন হবে: ফয়জুল করীম
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

আরো

সম্পর্কিত খবর