Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতে হাতে পাসপোর্ট পাবেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৭:১৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৯:১৭

হাতে হাতে পাসপোর্ট পাবেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরা এখন থেকে হাতে হাতে পাসপোর্ট পাবেন। প্রবাসীদের সুবিধা দিতে এই উদ্যোগ নিয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুরে থাকা বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্যের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের প্রধান কার্যালয় নম্বর ৫বি/৫সি, লট নং-৯ & ১০, জালান সুলতান ইয়াহিয়া পেত্রা’র অফিস থেকে পাসপোর্ট বিতরণ করা হবে।

হাইকমিশন সূত্র জানিয়েছে, বিশেষ ব্যবস্থায় এই পাসপোর্ট বিতরণ করা হবে। সেবা প্রত্যাশীদের অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপসহ নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ হাইকমিশনের ঠিকানায় আসতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ পাসপোর্ট প্রবাসী মালয়েশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর