Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান থেকে চাল কিনবে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৬:২৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫৭

পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ। ছবি: সারাবাংলা

ঢাকা: পাকিস্তান থেকে আতপ চাল কিনতে যাচ্ছে সরকার। জি টু জি ভিত্তিতে চাল কিনতে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদফতরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক সই করা হয়।

দেশের চালের বাজার বর্তমানে স্থিতিশীল। অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এ সমঝোতা স্মারকে সই করেন। এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব শাকিল আহমেদ, হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এমপি

আমদানি চাল পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর