Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যানকন মোটরসের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

সারাবাংলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫ ২০:৫৬

র‌্যানকন মোটরবাইকস লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে ব্যাংক এশিয়া পিএলসি

ঢাকা: দেশে সুজুকি মোটরসাইকেল ও স্কুটারের একমাত্র পরিবেশক র‌্যানকন মোটরবাইকস লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে ব্যাংক এশিয়া পিএলসি।

সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামিনুর রহমান এবং র‌্যানকন মোটরবাইকস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ এই চুক্তি সই করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ চুক্তির আওতায় র‌্যানকন মোটরবাইকস লিমিটেডের ডিস্ট্রিবিউটররা ব্যাংক এশিয়া হতে অগ্রাাধিকার ভিত্তিতে এসএমই ঋণ সুবিধা পাবেন।

সারাবাংলা/এইচআই