Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিউলিপের পদে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫ ০৯:২২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১১:১৭

লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি। এরপর টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। স্বাধীন তদন্তের স্বার্থে মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিজের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ। এমন পরিস্থিতিতে টিউলিপের জায়গায় এমা রেনল্ডসকে নিয়োগ দেন কিয়ার স্টারমার।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক। কিন্তু তার বিরুদ্ধেই শেষে দুর্নীতির অভিযোগ ওঠে।

অভিযোগ ওঠার পর টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক।

এর একদিন পরই টিউলিপকে পদ ছাড়ার জন্য অনুরোধ জানায় দুর্নীতিবিরোধী জোট ইউকে অ্যান্টিকরাপশন কোয়ালিশন। এই জোটে রয়েছে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল ও অক্সফামের মতো আন্তর্জাতিক সংগঠন।

টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস (প্রধানমন্ত্রীর উপদেষ্টা) লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লেখেন।

বিজ্ঞাপন

৪৭ বছর বয়সী এমা রেনল্ডস গত বছরের জাতীয় নির্বাচনে নির্বাচিত হন। এ নির্বাচনে ১৪ বছর বিরোধী দলে থাকার পর লেবার পার্টি ক্ষমতায় ফিরে আসে।

এমা রেনল্ডস বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনি এলাকার প্রতিনিধিত্ব করেন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/এমপি

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক পদত্যাগ যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর