রেকর্ড গড়া চুক্তিতে আল নাসরেই থাকছেন রোনালদো
১৫ জানুয়ারি ২০২৫ ১২:৩৮
দুই মৌসুম আগে রেকর্ড গড়েই সৌদি প্রো লিগে যোগ দিয়েছিলেন তিনি। মাঝের সময়টায় আল নাসরের হয়ে সৌদির ফুটবলের চালচিত্র বদলে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুদিন হলো গুঞ্জন উঠেছিল, এই মৌসুম শেষেই সৌদি ছাড়ছেন সিআর সেভেন। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জনটা উড়িয়ে দিয়ে আল নাসরের সাথে চুক্তি বাড়াচ্ছেন রোনালদো। রেকর্ড পারিশ্রমিকে আরও এক বছরের জন্য সৌদিতেই থাকছেন তিনি।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। সব টুর্নামেন্ট মিলিয়ে ক্লাবের হয়ে ৮৪ ম্যাচে ৭৫ গোল করেছেন তিনি। গোলের বন্যা বইয়ে দিলেও এখনো আল নাসরের হয়ে কোনো শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি রোনালদো। আর এতেই শোনা যাচ্ছিল, এই মৌসুম শেষে চুক্তি আর বাড়াবেন না সিআর সেভেন। সৌদি ছেড়ে ইউরোপে ফিরতে পারেন রোনালদো, ধারণা করা হচ্ছিল এমনটাই।
তবে ৩৯ বছর বয়সী রোনালদো শেষ পর্যন্ত সৌদিতে থাকার সিদ্ধান্তই নিয়েছেন। সৌদি সংবাদমাধ্যম আল খবর বলছেন, এক বছরের জন্য চুক্তি বাড়াচ্ছেন রোনালদো। আর সেই চুক্তি হচ্ছে রেকর্ড পরিমাণ বেতনেই। সবকিছু ঠিকঠাক থাকলে ২০০ মিলিয়ন ডলারে চুক্তি নবায়ন করছেন রোনালদো। এই বয়সী ফুটবলারদের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ পারিশ্রমিক।
মাঠের বাইরের প্রচারণার জন্য ক্লাব থেকে আরও ৬০ মিলিয়ন ডলার পাবেন রোনালদো। প্রতি সপ্তাহে প্রায় ৪ মিলিয়ন ডলার আয় করবেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী রোনালদোর প্রতিদিনের আয় দাঁড়াবে ৫ লাখ ডলার!
অল্প কিছুদিনের মাঝেই ক্লাবের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করতে পারেন রোনালদো।
সারাবাংলা/এফএম