খুলনার কাউন্সিলর হত্যা পরিকল্পিত, খুনিসহ ৩ আসামি গ্রেফতার
১৫ জানুয়ারি ২০২৫ ১৫:১২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪১
কক্সবাজার: পূর্ব শত্রুতার জের ও স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
হত্যার ঘটনায় টিপুর সঙ্গে আসা নারীসহ ৩ জনকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) মৌলভীবাজার জেলার জুড়ি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি রাতে কক্সবাজারে শহরের হোটেল সীগালের পশ্চিম পাশে ফুটপাতে মাথায় অস্ত্র ঠেকিয়ে টিপুকে গুলি করে হত্যা করেন শেখ শাহরিয়ার পাপ্পু নামের একজন দুষ্কৃতিকারী। হত্যাকারীদের কাছে টিপুর অবস্থানের তথ্য দিয়ে সাহায্য করেছিলেন টিপুর সঙ্গে আসা খুলনার নারী ঋতু।
পরে এই আসামিদের দেওয়া তথ্যমতে, হোটেল কক্স কুইন রিসোর্টের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত একটি আমেরিকান পিস্তল ও চার রাউন্ড গুলি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় সংবাদ সম্মেলন করেন কক্সবাজারের পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিগত ২০১৩ সালে পাপ্পুর চাচার হত্যাকান্ডে কাউন্সিলর টিপুর জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনা থেকে শত্রুতা এবং ক্ষোভ তৈরি হয়। পরে স্থানীয় আধিপত্য ও প্রভাব বিস্তারের দ্বন্দ্বকে কেন্দ্র করে ঘটে এ হত্যাকান্ড। খুবই সুকৌশলে,পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড হয়েছে।’
পুলিশ সুপার জানান, হত্যাকারী শেখ শাহরিয়ার পাপ্পুর চাচা ছিলেন প্রভাবশালী চরমপন্থি নেতা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শহিদুল ইসলাম ওরফে হুজি শহীদ।
জানা যায়, ২০১৫ সালে হুজি শহীদ হত্যার শিকার হলে টিপুকে প্রধান আসামি করে মামলা করেছিলেন শহীদের পরিবার।
সারাবাংলা/এসডব্লিউ