Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ করবে সেনাবাহিনী: জবি উপাচার্য

জবি করেসপনডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১৫:৩৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৭:০৩

বক্তব্য দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ করবে সেনাবাহিনী। আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত আসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম।

বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে মন্ত্রণালয়ের মিটিং শেষে এ কথা জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘আজকে আমাদের মিটিং হয়েছে, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। ক্যাম্পাসের কাজের অগ্রগতির ব্যাপারে মিটিংয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা কাজটি নিতে সম্মতি প্রকাশ করেছে। আশা করছি আগামী রোববার সেনাবাহিনী দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যাবে। এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে।’

উল্লেখ্য, জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে এবার আল্টিমেটাম অনুযায়ী সংশোধিত হয়ে নতুন চিঠি না আসায় সচিবালয়ের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে সই করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিং এর মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সকলের সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রিতার বন্দোবস্ত করা চলবে না।

বিজ্ঞাপন

২.পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/এসডব্লিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলন বাংলাদেশ সেনাবাহিনী

বিজ্ঞাপন

চোট কাটিয়ে বিপিএলে ফিরছেন সৌম্য
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

আরো

সম্পর্কিত খবর