Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৮

ছবি: সংগৃহীত

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা অন্তত ৩ হাজার ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। পারফরম্যান্সের ভিত্তিতে এই ছাঁটাই হবে, তাদের জায়গায় এই বছরেই নতুন কর্মী নেওয়া হবে।

বুধবার (১৫ জানুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘আমি প্রতিষ্ঠানের কর্মক্ষমতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এজন্য অদক্ষ কর্মীদের দ্রুত অপসারণ করা হবে।’

মেটার সর্বশেষ গত সেপ্টেম্বর মাসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে সর্বমোট ৭২ হাজার ৪০০ লোকবল কর্মরত রয়েছে। এবার সেখানে প্রায় ৩ হাজার ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। অথাৎ ৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) মার্ক জাকারবার্গ এক ভিডিও বার্তায় ঘোষণা দেন, ফেসবুকের যেসব তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের কর্তৃত্ব (ফ্যাক্টচেকার) ছিল, এগুলোর ব্যবহার কমিয়ে এনে কমিউনিটি নোটস ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে। মেটার ফ্যাক্টচেকাররা রাজনৈতিকভাবে অনেক বেশি পক্ষপাতদুষ্ট থেকেছে। তারা আস্থা তৈরির বদলে অনেক বেশি আস্থা নষ্ট করেছে।

২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার আগে মেটাতে ব্যাপক পরিবর্তনের মধ্যে এই ছাঁটাই করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সখ্যতা করতে সম্প্রতি এমন নীতিগত পরিবর্তন নিয়েছে মেটা, এমনটাই ধারণা করছেন সমালোচকরা।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ৭২
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৫

আরো

সম্পর্কিত খবর