পূবাইলে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেফতার
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:২৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৫৪
গাজীপুর: মহানগরীর পূবাইল থেকে বিদেশী পিস্তল, গুলি ও ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) পূবাইল থানাধীন হাড়ীবাড়িরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামির নাম নাদিম (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন সাপমারা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে অপরাধী তার বড় বোন ইলা মনির বাসায় অবস্থান করছেন। এ সময় নাদিমের বড় বোন ইলা মনির বাসায় তল্লাশি করে তার দেখানো একটি কালো রংয়ের ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড বুলেট ও ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ইতোপূর্বে অস্ত্র ও মাদক মামলায় একাধিকবার গ্রেফতার হয়েছেন এই আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এসডব্লিউ