Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের হামলায় নিহত
আড়াই বছর পর বিএনপি নেতার মরদেহ উত্তোলন

লোকাল করসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৫৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০৯

মরদেহ উত্তোলন করা হয়েছে

বেনাপোল: জেলার বেনাপোলে আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতা মো. আব্দুল আলিমের মরদেহ আদালতের নির্দেশে আড়াই বছর পর উত্তোলন করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। একমাস চিকিৎসাধীন অবস্থায় গত ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল এম ইউ সিনিয়র মাদরাসার পাশের কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শার্শার সহকারী কমিশনার ও ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া।

বিজ্ঞাপন

জানা যায়, নিহত আলিম বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটির সদস্য ছিলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল শুরুর আগমুহূর্তে আওয়ামী লীগের হামলায় বেশকিছু বিএনপি নেতা মারাত্মকভাবে আহত হয়। আহতদের মধ্যে আব্দুল আলিমও ছিলেন।

শার্শা উপজেলা সহকারী কমিশনার এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন জানান, ২০২২ সালের একটি হত্যা মামলা হয়েছে গত বছর ১৮ নভেম্বর। ওই মামলার বিচার কার্য পরিচালনার নিমিত্তে আদালতের নির্দেশে আজ সেই মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই

আ.লীগ বিএনপি মরদেহ উত্তোলন যশোর

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর