Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আদিবাসী’দের ওপর হামলা, ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র পালটা অভিযোগ

ঢাবি করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ২০:৫১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২২:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন সংগঠনটি

ঢাবি: নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ের ‘আদিবাসী’ শব্দটি বাতিলের প্রতিবাদে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ সঙ্গে হামলার ঘটনায় ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ পালটা অভিযোগ করেছেন। তাদের দাবি ‘আদিবাসী’রা তাদের ওপর হামলা করেছে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক বলেন, ‘আমরা আজকে দুপুর ১ টার দিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে যাই। এরপর আমাদের ছয় সদস্যর একটি দল আলোচনার জন্য এনসিটিবির ভিতরে প্রবেশ করে। এরপর পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যানারে একদল শিক্ষার্থী মিছিল নিয়ে আসছে আপনারা দ্রুত শেষ করেন। আমরা তাড়াহুড়া করে আলোচনা শেষ করে নিচে নেমে দেখি দুই পক্ষের সংঘর্ষ বেঁধে গেছে। আদিবাসী ছাত্রফোরামের কেন্দ্রীয় সভাপতি অলীক মৃ এর নেতৃত্বে তারা প্রথম আমাদের ওপর হামলা করে। এতে আমাদের ১৬ জন আহত হয়।’

তিনি বলেন, ‘পুলিশ আমাদের সরিয়ে দিলে আমরা আহতদের নিয়ে মুগদা মেডিকেল হাসপাতালে যাই। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত চাই।’

আদিবাসী নারীদের ওপর কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেম, ‘স্টুডেন্ট ফর সভারেন্টি কোনো নারী শিক্ষার্থীর ওপর হামলা করেনি। বরং তারা আমাদের ওপর হামলা করেছে।’

উল্লেখ্য, আজ দুপুর ১টার দিকে পাঠ্যবই থেকে আদিবাসী শব্দটি বাতিলের দাবিতে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ এনসিটিভি ভবনের সামনে মানববন্ধন করলে এতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র নেতা-কর্মীরা হামলা করেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ‘আদিবাসী’দের অন্তত ১০জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআইএন/এইচআই

আদিবাসী সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা স্টুডেন্ট ফর সভারেন্টি’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর