Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ বারের বেশি প্রধানমন্ত্রী নয়— সংস্কার কমিশনের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ২০:৫৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২২:২৫

নির্বাচন কমিশন

ঢাকা: কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দু’বার থাকতে পারবেন বলে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সেইসঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাও যেন না হতে পারেন সেই সুপারিশও করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ জমা দিয়েছে। সেখানে এই বিষয়গুলো উঠে এসেছে।

নয় পাতার সুপারিশমালায় ৫ নম্বর পাতায় ৩ নম্বর পয়েন্টে ‘প্রধানমন্ত্রী’ নির্বাচন নিয়ে বলা হয়েছে যে-

ক. সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই টার্মে সীমিত করা।
খ. সংবিধান সংশোধনের মাধ্যমে দুইবার নির্বাচিত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা।
গ. একই ব্যক্তি একইসঙ্গে যাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারেন তার বিধান করা। এবং দ্বৈত প্রতিনিধিত্বের সুযোগ বন্ধ হয়।

রাষ্ট্রপতি নির্বাচন স্থানীয় প্রতিনিধিদের ভোটে

এদিকে, সংস্কার কমিশনের দেওয়া ৯ পাতার সুপারিশমালার ৫ নম্বর পাতার ৬ নম্বর পয়েন্টে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বলা হয়েছে-

ক. দলনিরপেক্ষ, সৎ, যোগ্য ও সুনামসম্পন্ন ব্যক্তির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিধান করা।
খ. জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সকল নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচকমণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান করা।

এদিকে, সংস্কার কমিশনের সুপারিশগুলো দলগুলোর সঙ্গে আলোচনার পর সংস্কার কার্যক্রম হাতে নেবে অন্তর্বর্তী সরকার বলেও জানানো হয়েছে প্রস্তাবনায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

২ বার টপ নিউজ প্রধানমন্ত্রী নয় সংস্কার কমিশন সুপারিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর