Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ প্রকল্পে ১৮০ কোটি টাকা ঋণ দেবে জার্মানি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ২২:৪২ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০০:০৮

ইআরডি সম্মেলন কক্ষে চুক্তি সই হয়েছে

ঢাকা: তিন প্রকল্পে প্রায় ১৮০ কোটি টাকা ঋণ দেবে জার্মানি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান সরকারের মধ্যে ১ কোটি ৪৪ লাখ ইউরো দেওয়ার চুক্তি হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে ইআরডি সম্মেলন কক্ষে ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জিআইজেডের আন্দ্রেস কুক চুক্তি সই করেন ।

চুক্তি অনুষ্ঠানে জানানো হয়, তিনটি প্রকল্পে এই অর্থ দেওয়া হবে। বস্ত্র খাতে টেকসই কর্মসূচি-২ প্রকল্পে ৭৩ লাখ ইউরো, সাপোর্ট ফর দ্য লোকালাইজেশন অব ন্যাশনাল ক্লাইমেট অ্যাডাপটেশন টার্গেটসে ৩০ লাখ ইউরো এবং  ট্রানজিশন টু সাসটেইনেবল ই-মবিলিটি প্রকল্পে সাড়ে ৪১ লাখ ইউরো দেবে জার্মানি।

এসব প্রকল্পের মাধ্যমে বস্ত্র খাতের টেকসই উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত পদ্ধতিতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

বস্ত্র খাতে টেকসই কর্মসূচি-২ প্রকল্পের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের মানের সঙ্গে তাল মেলাতে দেশের বস্ত্র খাত এবং তৈরি পোশাক খাতের উন্নয়ন করা হবে।

সাপোর্ট ফর দ্য লোকালাইজেশন অব ন্যাশনাল ক্লাইমেট অ্যাডাপটেশন টার্গেটসে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

সারাবাংলা/জেজে/এইচআই

ইআরডি জার্মানি জিআইজেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর