Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫ ০৮:৩৬ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১২:২২

যুদ্ধবিরতির খবরে গাজার বাসিন্দাদের উল্লাস করতে দেখা যায়। ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ১৫ মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইল ও হামাস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৫ জানুয়ারি) যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছায়। আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি।

বুধবার রাতে দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে সেটা ১৯ জানুয়ারি রোববার থেকে কার্যকর হবে।

যুদ্ধ শেষ হবে এমন আশাবাদ ব্যক্ত করে শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল–থানি বলেন, আমাদের কাজ অব্যাহত থাকবে। সব পক্ষ যে প্রতিশ্রুতি দিযেছে তা নিশ্চিত করার জন্য কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র যৌথ প্রচেষ্টা চালিয়ে যাবে।

এর আগে কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দেওয়া হবে।

যুদ্ধবিরতির খবরে উল্লাস করছেন ফিলিস্তিনিরা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ প্রসঙ্গে কথা বলেছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে বন্দিদের জন্য আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। তারা শিগগিরই মুক্তি পাবেন। ধন্যবাদ।’

একই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর ভাষণের পর হোয়াইট হাউজে দেয়া ভাষণে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, শিগগিরই জিম্মিরা তাদের পরিবারের কাছে ফিরে যাবে।

বিজ্ঞাপন

এদিকে যুদ্ধবিরতির খবর জানার পর গাজার বাসিন্দাদের উল্লাস করতে দেখা যায়। মধ্য গাজার দেইর আল–বালাহ ও অন্যান্য এলাকায় জড়ো হন হাজার হাজার মানুষ। আনন্দে তারা একে অপরকে জড়িয়ে ধরেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেককে মোবাইলে ছবি তুলতে দেখা যায়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে এক হাজার ২১০ জন নিহত হন। ইসরাইল থেকে জিম্মি করা হয় ২৪১ জনকে। তাদের মধ্যে ৯৪ জন এখনো গাজায় বন্দী আছেন। হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলায় নিহত ৪৬ হাজার ৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন।

সারাবাংলা/ইআ

ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা গাজা উপত্যকা যুদ্ধবিরতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর