কোপা ডেল রে
বেটিসকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বার্সা
১৬ জানুয়ারি ২০২৫ ০৯:০৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১২:০৬
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছিল বার্সেলোনা। সেই ফাইনালের পর প্রথমবার মাঠে নেমে আবারও প্রতিপক্ষের জালে ৫ গোল দিল বার্সা। কোপা ডেল রের শেষ ১৬তে রিয়াল বেটিসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে কাতালানরা।
নিজেদের মাঠে ম্যাচের পুরোটা সময়ই একক আধিপত্য ছিল বার্সার। ৩ মিনিটের মাথায় বার্সাকে এগিয়ে দেন গাভি। এই গোলে অ্যাসিস্ট ছিল দানি অলমোর। ৯ মিনিটে অলমোকে গোল করতে দেননি বেটিস কিপার। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুলস কুন্দে। লামিন ইয়ামালের পাসে দারুণ এক গোলে বার্সাকে ২-০ ব্যবধানের লিড এনে দেন তিনি।
হাফ টাইমের ঠিক আগে নিজের দ্বিতীয় গোল পেয়েছিলেন কুন্দে। তবে ভিএআরের সাহায্যে সেই গোল বাতিল করে দেন রেফারি। ২ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গোল পেয়েছিলেন ইয়ামাল। তবে এবারও ভিএআর অফসাইডের কারণে গোলটি বাতিল করে। পরের মিনিটেই বার্সার হয়ে তৃতীয় গোল করেন রাফিনহা। ৬৭ মিনিটে লিড আরও বাড়ান ফেরান তোরেস। অলমো পাসে তার গোল দলের জয় নিশ্চিত করে অনেকটাই।
৭৫ মিনিটে গোলের দেখা পায় ইয়ামালও। লোপেজের বাড়ানো বলে গোল করে উল্লাসে মাতেন এই তরুণ সেনসেশন। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করে বেটিস। সান্ত্বনার এই গোলটি করেন ভিক্টর রুকি।
শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বার্সা।
সারাবাংলা/এফএম