Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী সপ্তাহে কমতে পারে তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ০৯:৫৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৩:২৭

দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় দেশের অধিকাংশ জায়গায় শীতের অনুভূতি খুবই কম। ছবি: সারাবাংলা

ঢাকা: ঋতুতে মাঘের শুরু এবং বছরের শীতলতম মাস জানুয়ারির প্রথমার্ধও শেষ। কিন্তু সে তুলনায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে না। বিশেষ করে রাজধানী ঢাকায় তাপমাত্রা বেড়েছে। দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় দেশের অধিকাংশ জায়গায় শীতের অনুভূতি খুবই কম। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আসছে সপ্তাহের শুরুতে তাপমাত্রা কমতে পারে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

শুক্রবারের (১৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিনও শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বাড়তে পারে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। দুই দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

তিনি জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

হাদির মৃত্যুতে উত্তাল খুলনা
১৯ ডিসেম্বর ২০২৫ ০৮:৫০

আরো