Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধান কেটে বাড়ি ফেরার পথে ভটভটি উলটে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১০:২৮

আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

বাগেরহাট: মোংলায় ধান কেটে বাড়ি ফেরার পথে ভটভটি উলটে দুই জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার জন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নিহত ও আহতদের পরিবার জানায়, খুলনার লাউডোব থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় পৌঁছালে রাস্তার উপরের পাথরের স্তূপে উঠে গেলে তাদের ভটভটি উলটে যায়। এ সময় ঘটনাস্থলে মারা যান চালক দিদার মোল্লা (২৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রোকন উদ্দিন খোকন (৬০)। আর আহত ওয়াহেদ মল্লিককে (৪০) রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আইয়ুব সরদার (৪০) মিলন মল্লিক (৩৫) ও তাজমির শেখ (৩০)।

বিজ্ঞাপন

নিহত ভটভটিচালক দিদারের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায়। নিহত রোকন উদ্দিন খোকনের বাড়ি মোংলার সোনাইলতলায়। এছাড়া আহতদের সকলের বাড়িও সোনাইলতলা এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মিলন মল্লিক বলেন, তারা পেশায় পরবাসী (ধান কাটা শ্রমিক)। সবাই মিলে খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটার পারিশ্রমিক বাবদ তারা ৭১ বস্তা (৭০/৮০মণ) ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে রেখে ওই ধানবাহী ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

নিহত ২ বাগেরহাট ভটভটি

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর