Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিউলিপ নিজেই দুর্নীতিগ্রস্ত: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫ ১৩:৫১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

যুক্তরাজ্যের সাবেক আর্থিক পরিষেবা মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং মার্কিন ধনকুবের ইলন মাস্ক। কোলাজ ছবি: সারাবাংলা

দুর্নীতির অভিযোগে তদন্তাধীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ মঙ্গলবার (১৪ জানুয়ারি) করেছেন।

টিউলিপের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এক্সে মারিও নাউফালের টিউলিপকে নিয়ে লেখা একটি টুইট শেয়ার করেন ইলন। সেখানে তিনি লিখেছেন, ‘লেবার পার্টির শিশুকল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয়, আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।’

বিজ্ঞাপন

যদিও টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সরকারকে বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে দূরে রাখতে তিনি পদত্যাগ করেছেন। তবে সমালোচকরা টিউলিপ ও তার পরিবারের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি এবং বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন।

টিউলিপকে নিয়ে ইলন মাস্কের টুইট। ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার দ্রুত টিউলিপের স্থলাভিষিক্ত হিসেবে এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, লন্ডনে উপঢৌকন পাওয়া দুটি ফ্ল্যাটের তথ্য গোপন করার অভিযোগে দুই বছর আগে মিথ্যা তথ্য প্রকাশ করেছেন টিউলিপ। তখন তিনি বলেছিলেন, ফ্ল্যাট দুটি তাকে তার বাবা-মা দিয়েছেন। তবে সম্প্রতি লন্ডনের একাধিক পত্রিকা প্রকাশ করেছে, ফ্ল্যাট দুটি টিউলিপকে দিয়েছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ দুই ব্যক্তি—আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ ও মঈন গণি।

বিজ্ঞাপন

এই খবর প্রকাশের পর থেকেই টিউলিপ সিদ্দিক পদত্যাগের চাপের মুখে ছিলেন। অবশেষে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) নানা বিতর্ক ও জল্পনার পর তিনি মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন।

সারাবাংলা/এনজে

ইলন মাস্ক টিউলিপ সিদ্দিক টুইট দুর্নীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর