হঠাৎ দেখায় কী কথা হলো হামজা-তাবিথের?
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৩
২০২৪ সালের শেষভাগে এসে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছিলেন তিনি। ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী কবে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন, সেদিকেই মুখিয়ে আছেন সমর্থকরা। এসবের মাঝে হঠাৎ করেই ইংল্যান্ডের মাটিতে বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল দেখা করলেন হামজার সঙ্গে।
অনেক কাঠখড় পুড়িয়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা। গত বছরের আগস্টে পেয়েছিলেন বাংলাদেশি পাসপোর্টও। তবে লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলা হামজা অনুমতি পাওয়ার পর এখনো বাংলাদেশে পা রাখেননি। জাতীয় দলের হয়ে কবে নাগাদ তার অভিষেক হবে, সেটা নিয়েই চলছে নানা আলোচনা। শোনা যাচ্ছে, এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই হতে পারে তার অভিষেক।
এসব গুঞ্জনের মাঝেই হামজার সাথে দেখা করতে ইংল্যান্ডে উড়াল দিয়েছেন বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। গতকাল রাতে লেস্টারে হামজার মা-বাবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাবিথ আউয়াল ও বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ।
পরিবারের সাথে সাক্ষাৎ শেষে দুজন কিং পাওয়ার স্টেডিয়ামে বসে দেখেছেন হামজার ক্লাব লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ। এই ম্যাচে অবশ্য মাঠে নামা হয়নি হামজার। ম্যাচ শেষে হামজার সাথে নৈশভোজে অংশ নেন তাবিথ-ইমতিয়াজ।
এই নৈশভোজে কী আলোচনা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে হামজার অভিষেক ও বাংলাদেশে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই যে কথা হয়েছে, সেটা বলাই বাহুল্য।
শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে অভিষেক হবে কিনা হামজার, সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
সারাবাংলা/এফএম