Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সরকারের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৫:২২

অন্তর্বর্তী সরকারের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার – (ফাইল ছবি)

ঢাকা: রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ইতোমধ্যে সরকার এ হামলার বিষয়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য দোষীদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের দ্রুত গ্রেফতার করা হবে। সমস্ত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, জুলাইয়ের গণজাগরণের প্রকৃত চেতনার আলোকে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশে জনতাবাহিনী কর্তৃক সহিংসতা, জাতিগত ঘৃণা ও সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

সারাবাংলা/জিএস/আরএস

আবুল কালাম আজাদ মজুমদার এনসিটিবি’র সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর