Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:২৪

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

বগুড়া: জেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার বারোপুর সোনারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না বগুড়া সদর উপজেলার বারোপুর এলাকার মো.আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মুন্না গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ‘বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
হাসপাতালে’ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক লালন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এইচআই

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর