মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে পেছাল যুব আন্দোলনের কনভেনশ
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:১৯
ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে ৫ ঘণ্টা পিছিয়েছে ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন যুব আন্দোলনের জাতীয় কনভেনশন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯ টায় সোহরাওয়ার্দী উদ্যানের যুব কনভেনশন শুরু হওয়ার কথা থাকলেও বাদ জুমা শুরু হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির।
তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য যুব কনভেনশন সকাল ৯ ঘটিকা থেকে শুরু হওয়ার কথা থাকলেও মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে বাদ জুমা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল মাওলানা মানসুর আহমাদ সাকী যথা সময়ে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সারাবাংলা/এজেড/এসআর