Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবাদ কর্মসূচিতেও পুলিশের লাঠিচার্জ, ইউপিডিএফের নিন্দা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:০০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৩৭

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)

রাঙ্গামাটি: ঢাকার মতিঝিলে বুধবার (১৫ জানুয়ারি) ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সংগঠনের কর্মীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ঘেরাও কর্মসূচি করে ‘সংক্ষুব্ধ ছাত্র জনতা’রা।

ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও জল কামান নিক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় সহসভাপতি নূতন কুমার চাকমা শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলাকে অত্যন্ত ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, ‘পুলিশের হামলা পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের পেটোয়া পুলিশের ভূমিকাকে স্মরণ করিয়ে দেয়।’ তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমার সই করা বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিনা প্ররোচনায় পুলিশ লাঠি, জলকামান ও সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা চালালে তৈয়ব ইসলাম, জাহিদুল ইসলাম রিয়াদ, তাসমিয়া নেবুলা, এমডি ইব্রাহিম, মন, ইভান, সুমাইয়া, মো. বাবু (পথচারী), মারুফ ভুঁইয়া, পঙ্কজ নাথ সূর্য ও বাহাদুর ত্রিপুরাসহ আরও অনেকে আহত হয়েছেন।’

সারাবাংলা/এইচআই

ইউপিডিএফ রাঙ্গামাটি সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা স্টুডেন্টস ফর সভারেন্টি

বিজ্ঞাপন

জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৪

আরো

সম্পর্কিত খবর