শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবি ঢাবি ছাত্রদলের
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩
ঢাবি: ‘আদিবাসী’দের ওপর হামলার ঘটনাকে ঘিরে আজ দুপুরে এনসিটিবি ভবনের সম্মুখে গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল। এতে তারা হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে পুলিশের হামলার প্রতিবাদে ঢাবির ডাস কর্ণার থেকে মিছিল শুরু করে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে মিলন চত্বরে মিছিলটি শেষ করেন। পরে মিলন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আজকে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাচ্ছিল, তখন পুলিশ দিয়ে এ প্রশাসন তাদের ওপর নির্মম হামলা চালিয়েছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ভাই-বোনেরা আহত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী দল এর তীব্র প্রতিবাদ জানায়।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘গতকাল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে ‘আদিবাসী’রা দাবি নিয়ে আন্দোলন করছিল। তাদের এ গণতান্ত্রিক দাবিকে মেনে না নিয়ে ছাত্রলীগের মত তাদের ওপর হামলা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে যখন ঢাবি শিক্ষার্থীরা তাদের হামলার প্রতিবাদ করছিল তখন পুলিশ তাদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে ঢাবিসহ অনেক শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। ঢাবি প্রশাসনের কাছে আমার প্রশ্ন, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কীভাবে পুলিশ একটা গণতান্ত্রিক মতামত দেওয়ার মিছিলে হামলা করে?’
তিনি বলেন, ‘গতকাল যখন ‘আদিবাসী’ ছাত্রজনতা আন্দোলন করেছিল তখন ফ্যাসিবাদের দোসর পুলিশ একদম নীরব। অথচ আজ আমাদের ভাই-বোনেরা যখন তাদের মতামত জানিয়ে মিছিল বের করেছিল তখন টিয়ারগ্যাস ও লাঠি নিয়ে আমাদের ভাই-বোনদের ওপর ঝাপিয়ে পড়ে। আমরা সন্দিহান এরা এখনো আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছে কিনা। এ বিষয়ে এ প্রশাসনের খতিয়ে দেখতে হবে।’
সারাবাংলা/এআইএন/ এইচআই