ইসরায়েলে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪০
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঘোষণা করেছে, গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের অবস্থানের কারণে ইসরায়েলি মন্ত্রিসভা চুক্তি অনুমোদন স্থগিত করেছে।
স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ‘মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে নিশ্চিত না করা পর্যন্ত যে হামাস চুক্তির সব শর্ত মেনে নিয়েছে ততক্ষণ পর্যন্ত মন্ত্রিসভা বৈঠক করবে না।’
যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তি নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল। ১৫ মাস ধরে চলা এই সংঘাতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে।
ইসরায়েলের এই ঘোষণার পর হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজজাত আল-রিশেক অভিযোগ অস্বীকার করেন। আল-জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে তিনি জানান, হামাস চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
সারাবাংলা/এনজে