Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতিতে মুক্তি পাবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:১৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪৩

বন্দিদের মুক্তির দাবিতে স্বজনেরা। সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ১৫ মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। বুধবার (১৫ জানুয়ারি) হওয়া চুক্তির প্রথম ধাপে যুদ্ধবিরতি এবং গাজায় আটক ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এখন জানার বিষয় হলো কোন বন্দি, কোন স্থান থেকে মুক্তি পাবেন।

হামাস এবং এর মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো প্রথম ধাপে ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এর মধ্যে বেসামরিক নাগরিক, নারী সেনা, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরা অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

হামাস এবং তার মিত্ররা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল থেকে অপহৃত ২৫০ জনের মধ্যে ৯৪ জনকে আটক রেখেছে। তাদের মধ্যে অন্তত ৩৪ জন নিহত হয়েছে বলে ইসরায়েলি সরকার জানিয়েছে, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। অপহৃতদের মধ্যে ৮১ জন পুরুষ এবং ১৩ জন নারী। ২০১৪ সাল থেকে হামাস আরও চারজনকে বন্দি করে রেখেছে, যাদের মধ্যে অন্তত দুজন মারা গেছে।

গাজায় আটক ৮৪ জন ইসরায়েলের নাগরিক। এছাড়া আটজন থাইল্যান্ডের, একজন নেপালের এবং একজন তানজানিয়ার নাগরিক। এছাড়া গাজায় সাতজন আমেরিকান জিম্মি রয়েছে। এদের মধ্যে তিনজন জীবিত হলেন- এডান আলেকজান্ডার, সাগুই ডেকেল-চেন এবং কিথ সিগেল। বাকি চারজন মারা গেছে মার্কিন কর্তৃপক্ষের তথ্যমতে জানা গেছে।

সিগেল এবং ডেকেল-চেন মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছে বলে একজন মার্কিন কর্মকর্তা এবং আরও দুটি সূত্র জানিয়েছে। যুদ্ধবিরতির প্রথম দিনে তিনজন নারী ইসরায়েলি বেসামরিক জিম্মিকে মুক্তি দেওয়া হবে। সপ্তম দিনে হামাস আরও চারজনকে মুক্তি দেবে।
এরপর প্রতি সাত দিনে হামাস তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে, সেখানে শুরুতেই মুক্তি পাবেন নারী বেসামরিক ও সেনা।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, ইসরায়েল ২০২৩ সালের ৮ অক্টোবর গ্রেফতার হওয়া ১ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যারা হামাসের হামলায় জড়িত ছিল না। হামাস যে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে, তাদের মধ্যে ৯ জন অসুস্থ ও আহত। তাদের বিনিময়ে ইসরায়েল ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ইসরায়েল কমপক্ষে ১০ হাজার ফিলিস্তিনি বন্দিকে আটকে রেখেছে বলে ফিলিস্তিনি বন্দি বিষয়ক কমিশন জানিয়েছে। তবে এ সংখ্যায় গাজায় আটক ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করা হয়নি।

সারাবাংলা/এনজে

ইসরায়েল গাঁজা নিহত ফিলিস্তিন বন্দি যুদ্ধবিরতি হামলা

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর