Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১ দিনের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪৩

ঢাকা: দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে— ১৯ জানুয়ারি ১১ টায় দিবসটি উপলক্ষে জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।

দুপুর ২ টায় রমনাস্থ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য দেবেন।

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক সমূহে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিট সমূহে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। করা হবে পোস্টার প্রকাশ।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/এজেড/এসআর

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী বিএনপি

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর