Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ২০:৩৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২৩:৫৯

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মো. রাকিব হাওলাদার (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার জুরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব দপদপিয়া ইউনিয়নের বীরনারায়ন এলাকার সেলিম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের জুরকাঠি এলাকায় সড়ক পারাপারের সময় পটুয়াখালি থেকে আগত দোয়েল পরিবহন নামের একটি বাস পথচারী রাকিবকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম বলেন, ‘রাকিব হাওলাদারকে দোয়েল পরিবহনের নামের একটি বাসচাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সারাবাংলা/এইচআই

পথচারী নিহত বরিশাল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর