Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির দিনে মেট্রোরেল চলাচল বাড়ল ৩০ মিনিট

স্পেশাল করেসপডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ২১:২৮ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:১০

মেট্রোরেল। ছবি: সারাবাংলা

ঢাকা: ছুটির দিনে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে। আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) থেকেই নতুন সময়সূচি কার্যকর হবে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-ব্যবস্থাপকের (প্রশাসন) সই করা নতুন সময়সূচি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

নতুন সময়সূচিতে জানানো হয়, ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রো চলাচল করবে। সে হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকাল ৩টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। এদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকেল ৩টা ২০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। উভয় দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট। নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে দুপুর ৩টা ৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একইসঙ্গে অন্যান্য দিনের মতো সব ধরনের যাত্রী সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

উল্লেখ্য, মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে।

সারাবাংলা/ জেআর/এইচআই

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল

বিজ্ঞাপন

দিল্লিতে ভবন ধস, নিহত ৪
১৯ এপ্রিল ২০২৫ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর