Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের প্রজ্ঞাপন জারি

জবি করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ২৩:৩০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২৩:৩৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে সকল প্রকল্পের অবশিষ্ট কাজ বাংলাদেশ সেনাবাহিনী সম্পন্ন করবে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব আহমেদ শিবলী সই করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অবশিষ্ট কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রকল্পের অবশিষ্ট কাজ এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প প্রণয়নের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে চলমান প্রকল্পের পুনর্মূল্যায়ন ও আরডিপিপি প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় শিক্ষার্থীরা অনশন শুরু করেন। যার ফলে প্রায় ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বারবার অনুরোধের পরও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা। পরবর্তীতে সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গীকার পাওয়ায় টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সারাবাংলা/এইচআই

জবি দ্বিতীয় ক্যাম্পাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর