এন্ড্রিকের রাজকীয় প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে রিয়াল
১৭ জানুয়ারি ২০২৫ ০৯:৩৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪০
অল্প বয়সেই পায়ের জাদুতে পেয়েছিলেন ‘নতুন পেলের’ তকমা। ব্রাজিলিয়ান তরুণ সেনসেশন এন্ড্রিকের কাল হয়েছিল সেই অতি সুনামটাই। একের পর এক ম্যাচে ব্যর্থ এন্ড্রিক যেন হারিয়েই যেতে বসেছিলেন। তবে দলের বিপদের মুহূর্তে জ্বলে উঠলেন সেই এন্ড্রিকই। কোপা ডেল রের শেষ ১৬তে এন্ড্রিক জাদুতেই দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ে এন্ড্রিকের জোড়া গোলে সেল্টা ভিগোকে ৫-২ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়েছে রিয়ালই। ৩৭ মিনিটের মাথায় লিড নেয় স্বাগতিকরা। সেবালোসের অ্যাসিস্টে বল পেয়ে দারুণ এক অ্যাঙ্গেল থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড দ্বিগুণ করে রিয়াল। ব্রাহিম দিয়াজের বাড়ানো বলে গোল করে উল্লাসে মাতেন ভিনিসিয়াস জুনিয়র। দুই গোলের লিড নিয়ে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল রিয়াল। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন ভিনি, গোললাইন থেকে সেটা ক্লিয়ার হলে গোলবঞ্ছিত হন এই ব্রাজিলিয়ান। ৭৭ মিনিটে গুলার গোল করলেও ভিএআরের কারণে গোল বাতিল করেন রেফারি।
ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে সহজ জয়ের দিকে যখন এগিয়ে যাচ্ছিল রিয়াল, ঠিক তখনই আঘাত হানে সেল্টা ভিগো। দুরানের পাসে গোল করে ব্যবধান কমান জনাথন বামবা। রিয়ালকে স্তব্ধ করে ৯১ মিনিটের গোলে ম্যাচে সমতা আনে সেল্টা ভিগো। পেনাল্টি থেকে গোল করে দলকে উল্লাসে ভাসান মার্কোস আলোনসো। ২-২ গোলেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। ম্যাচের ১০৮ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এন্ড্রিক। গুলারের অ্যাসিস্টে বল পেয়ে চোখ ধাঁধানো শটে রিয়ালকে এগিয়ে দেন এন্ড্রিক। ১১২ মিনিটের মাথায় রিয়ালের হয়ে চতুর্থ গোল করেন ভালভার্দে। বক্সের বাইরে থেকে জোরালো শটে রিয়ালের জয় অনেকটাই নিশ্চিত করেন তিনি।
সেল্টার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এন্ড্রিক। ১১৯ মিনিটে দারুণ এক ব্যাকহিলে গোল করে রিয়ালকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান এন্ড্রিক। ৫-২ গোলের বিশাল জয়েই শেষ ৮ নিশ্চিত করেন তারা।
সারাবাংলা/এফএম