Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে অনুপ্রবেশ, ২ ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:০৩

আটক দুই সহোদর। ছবি: সারাবাংলা।

সুনামগঞ্জ: অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সুনামগঞ্জের বাংলাবাজার ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের মেঘালয় রাজ্যের শিলং ইস্ট খাসিয়া হিলস জেলার সাইগ্রাম থানার ডালিয়া বস্তির ভূপেন্দ্র গারোর ছেলে মালুছ গারো, তারই সহোদর করল গারো।

বিজিবি সিলেট সেক্টরের ৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্ত রেখা অতিক্রম করে বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ভারতীয় দুই সহোদরকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসআর

নাগরিক আটক বাংলাদেশে অনুপ্রবেশ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর