বগুড়া: জেলার শেরপুর উপজেলার ভবানীপুর বাজারে পূর্ব বাংলার সর্বহারা পার্টির পক্ষে পোস্টারিংয়ের মাধ্যমে গ্রামভিত্তিক গণযুদ্ধ গড়ে তোলার ডাক দিয়েছে। পোস্টারিংয়ের কারণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, আতঙ্কের কিছু নেই। তারা প্রতি বছরই এ ধরনের পোস্টারিং করে নিজেদের অবস্থান জানান দিয়ে থাকে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে সর্বহারা পার্টির পোস্টারিং দেখা যায়।
ভবানীপুর গ্রামের বাসিন্দা গোলজার হোসেন, আলমগীর হোসেন ও সাগর বলেছেন, ‘ভবানীপুর বাজারে চা পান করতে এসে বিভিন্ন দোকানের দেয়ালে পোস্টার দেখতে পাই। পোস্টারের লেখা দেখে গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
ভবানীপুর গ্রামবাসীর জানান, প্রতি বছর শীত মৌসুমে ভবানীপুর বাজার এলাকায় সর্বহারা পার্টির তৎপরতা দেখা যায়। তারা এ ধরনের পোস্টারিং করে অবস্থাসম্পন্ন ব্যক্তিদের কাছে থেকে গোপনে মোটা অংকের চাঁদা নিয়ে থাকে। এ ছাড়া তারা ডাকাতিও করে থাকে। গত দুই সপ্তাহ আগেও ভবানীপুরে একটি ডাকাতির ঘটনা ঘটেছে।‘
সর্বহারাদের তৎপরতার কারণে গত কয়েক বছর আগে ভবানীপুর বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। কিন্তু তারপরও সর্বহারা পার্টির তৎপরতা থামানো যায়নি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ভবানীপুর সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায়। ওই সব এলাকা থেকে এসে ভবানীপুর বাজারে এ ধরনের পোস্টারিং করা হয়। তবে আতঙ্কের কিছু নেই। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। যারা পোস্টারিং করেছে, সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।’